Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ইউআরসি-

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত মাঠপর্যায়ের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ও অন্যান্য চাকুরিকালীন প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। মূলত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন শিখন-শেখানো কার্যক্রমের গুণগত মানোন্নয়নই ইউআরসি প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রত্যেক ইউআরসির দায়িত্বে রয়েছেন একজন ইউআরসি ইন্সট্রাক্টর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ইউআরসির স্থানীয় নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। পিটিআই এর তত্ত্বাবধানে ইউআরসিতে বিভিন্ন ToT প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পিটিআই সুপারিনটেনডেন্ট ইউআরসি পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করেন। এছাড়াও পিটিআই এ প্রতিষ্ঠানের দাপ্তরিক বিভিন্ন ফাইলপ্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ সহ ইউআরসির স্বাভাবিক কার্যক্রম তদারকী করে এবং প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করেন।